Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বায়তুল মামুর জামে মসজিদ
স্থান
কল্যান্দী, পোঃ বাবুরহাট, ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর।
কিভাবে যাওয়া যায়
বাবুরহাট থেকে সিএনজি, অটো রিক্সা বা রিক্সায় করে কল্যান্দী হুজুরের বাড়ির মাদ্রাসা ও মসজিদ। অথবা কালিভাংতি হতে অটো রিক্সা বা রিক্সায় করে কল্যান্দী মাওলানা আঃ খালেক সাহেবের বাড়ির মসজিদ।
বিস্তারিত

 

মসজিদটি ১৯৬৩সালে প্রতিষ্ঠিত হয়। এর নাম করন করা হয় জনাব মাওলানা আঃ খালেক সাহেবের নামানুসারে। তিনি একজন সৎ, অত্যান্ত ধরমপ্রান, মহৎ লোক ছিলেন। এই মসজিদটির একটি দুইতালা ভবন, ১৩টি শ্রেণী কক্ষ, একটি বোডিং(৪টি কক্ষ), ১টি এতিমখানা, ১টি অজুখানা, ১টি বৈঠকখানা রয়েছে এবং মহিলাদের জন্য ১টি নামাজের কক্ষ রয়েছে। যাহা অতী মনোরম পরিবেশে অবস্থিত। আশ্রাফিয়া নাদিয়াতুল কোরআন নামে ১টি মক্তব রয়েছে। অত্র প্রতিষ্ঠানে ৫ম শ্রেণী পযন্ত পড়ানো হয়। এখানে মোট -১৩০জন ছাত্র রয়েছে। মোট শিক্ষকের সংখ্যা ৮জন।