ইউনিয়ন পরিষদ ভবনটি বাবুরহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিশিষ্ট জমিদার ও দাতা স্বর্গীয় বাবু জগেশ্বর বর্ধণ কর্তৃক দান করা ১৮নং দাসদী মৌজায় এস.এ২৩৬, খতিয়ানভূক্ত ৯০৯ ও ৯১২ দাগে ৩০ শতাংশ ভূমির উপর একতলা দালান বিশিষ্ট মনোরম পরিবেশে অবস্থিত। ইউনিয়নটির বিশাল অংশ মেঘনা নদীর করাল গ্রাসে বিলিন হইয়া গিয়াছে। বর্তমানে ৬টি গ্রামে ৯টি ওয়ার্ড নিয়ে ইউনিয়নটি প্রতিষ্ঠিত। ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা মোটামোটি সন্তোষজনক। বর্তমানে ইউনিয়নে ব্যবহার উপযোগী ২৭টি পাঁকা ব্রীজ, ৩১টি বক্স কালভাট ও ১স্ট্রীলের ব্রীজ বিদ্যামান। যাতায়াত ব্যবস্থার জন্য প্রায় ১২কি.মি. পাঁকা রাস্তা ও ২০কি.মি. কাঁচা রাস্তা বিদ্যামান। ইউনিয়নটির উত্তরে বিষ্ণুপুর ইউপি, পূবে আশিকাটি ইউপি, দক্ষিনে চাঁদপুর পৌরসভা ও পশ্চিমে মেঘনা নদী বিদ্যামান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS