অত্র ইউনিয়নে তেমন কোন উল্লেখিত হাটবাজার নেই। কিন্তু ডাসাদী ফজলুল হক(হজু) ভূঁইয়ার বাজার নামে অত্র ইউনিয়নে একটি বাজার রয়েছে। ব্যক্তি মালিকানা বাজারখানি প্রায় দেড় একর ভূমি নিয়ে প্রতিষ্ঠিত। অত্র বাজারে প্রায় সব ধরনের দ্রব্যাদি পাওয়া যায়। কিন্তু বর্তমানে বাজারটির ইজারা দেওয়া হয় না। এই বাজারটির নামকরন হয় অত্র ইউনিয়নের ডাসাদী গ্রামের জনাব আলহাজ্ব মঞ্জু ভূঁইয়া সাহেবের মরহুম পিতা জনাব আলহাজ্ব মোঃ ফজলুল হক ভূঁইয়া সাহেবের নামানুসারে। উল্লেখিত বাজারখানি ইউনিয়নের একমাত্র বাজার। বাজারটির ফলে ইউনিয়নের মানুষ অনেক বেশী উপকৃত হচ্ছে। যাহাতে ইউনিয়নের জনসাধারনকে কষ্ট করে অন্য কোন বাজারে যেতে হয় না।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS