ইউনিয়ন পরিষদের মোট ৩৯(ঊনচল্লিশ)টি কার্যক্রম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ২০(বিশ) টি কার্য সম্পাদন করা হয়।
১।শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত। ২।স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন। ৩।কৃষি, মৎস্য ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন। ৪।কর, ফি, টোল, ফিস ইত্যাদি ধার্য করন ও আদায়। ৫।পারিবারিক বিরোধ নিরসন, নারীওশিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন। ৬।খেলাধুলা, সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগীতা প্রদান। ৭।পরিবেশ উন্নয়নওসংরক্ষণেপ্রয়োজনীয়ব্যবস্থাগ্রহন। ৮।আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিৃত দায়িত্বপালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন। ৯।জন্ম-মৃত্যুনিবন্ধী করন। ১০।বৃক্ষরোপন ও সংরক্ষণ এবং বৃক্ষ সম্পদ চুরি ধ্বংস প্রতিরোধ। ১১।কবরস্থান, শ্মশান, জণসাধারনেরসভারস্থানওঅন্যান্য সরকারি সম্পত্তির রক্ষনা-বেক্ষণ ও পরিচালনা। ১২।জনপথ ও রাজপথে রক্ষতি, বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা। ১৩।অপরাধ মূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রন। ১৪।অগ্নি, বন্যা, শিলা বৃষ্টি সহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুযোর্গ মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহন ও সরকারের সার্বক্ষণিক সহায়তা প্রদান। ১৫।বিধবা, এতিম, গরীব ও দুস্থ ব্যক্তিদের তালিকা সংরক্ষণ ও সাহায্য করা। ১৬।ইউনিয়নের বাসিন্দাদের নিরাপত্তা, আরাম আয়েশ বা সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহন। ১৭।ই-গভর্ণেন্স চালু ও উৎসাহিত করন। ১৮।ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগীতা সম্প্রসারন। ১৯।সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দায়িত্বাবলী সম্পাদন। ২০।খাবার পানির উৎসের দূষণ রোধ এবং জনস্থ্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহ যুক্ত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রন করা। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS