Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ইউনিয়ন পরিষদের নাম- ৩নং কল্যাণপুর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর।

ইউনিয়ন পরিষদের জনবলের বিবরন:
১। চেয়ারম্যান- ১জন।
২। সচিব- ১জন।
৩। পুরুষ মেম্বার- ৯জন।
৪। মহিলা মেম্বার- ৩জন (সংরক্ষিত আসন)।
৫। তথ্য ও সেবা কেন্দ্রে পরিচালক- ২জন।
৬। শিক্ষানবিশ- ২ জন।
৭। গ্রাম পুলিশ- ৮ জন। (মহিলা- ৪ জন, পুরুষ- ৪জন)।(দফাদার ও গ্রাম পুলিশ ২জনের পদ শূণ্য রহিয়াছে)

৯। নৈশ্য প্রহরী- ১জন।  


নির্বাচিত চেয়ারম্যান, সদস্যগনের শপথ গ্রহনের তারিখ:  ১৭/১১/২০১৬ইং
নির্বাচিত চেয়ারম্যান, সদস্যগনের যোগদানের তারিখ:  ১৭/১১/২০১৬ইং
প্রথম ইউনিয়ন পরিষদের মাসিক সভার তারিখ:  ১৭/১১/২০১৬ইং


ই-মেইল: 3nokalyanpur@gmail.com

          কল্যাণপুর ইউনিয়নটি চাঁদপুর সদর উপজেলা পরিষদ হতে ৩কি:মি: উত্তর দিকে বাবুরহাট উপশহর এলাকায় অবস্থিত। ইউনিয়নটির ২২৩০.৫৫ হেক্টর আয়তনের ১৩টি মৌজা নিয়ে প্রতিষ্ঠিত। যাহা পূর্বতন আশিকাটি ইউনিয়নটি বিভক্ত হয়ে বর্তমানে কল্যাণপুর ইউনিয়ন নামে নতুন নামকরন করা হয়। অত্র ইউনিয়নের লোক সংখ্যা পুরুষ=১০,৭২১জন, মহিলা= ৯,৪৭৩জন, সর্বমোট=২০,১৯৪জন । ভোটার সংখ্যা পুরুষ=৪,৬৮৫জন, মহিলা ভোটার=৪,৩৮৮জন, সর্বমোট=৯০৭৩জন। ইউনিয়ন পরিষদ ভবনটি বাবুরহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিশিষ্ট জমিদার ও দাতা স্বর্গীয় বাবু জগেশ্বর বর্ধণ কর্তৃক দান করা, ১৮নং দাসদী মৌজায় এস. এ ২৩৬, খতিয়ান ভূক্ত ৯০৯ ও ৯১২ দাগে .৩০ শতাংশ ভূমির উপর একতলা দালান বিশিষ্ট মনোরম পরিবেশে অবস্থিত (ছবি সংযুক্ত)। ইউনিয়নটির বিশাল অংশ মেঘনা নদীর করালগ্রাসে বিলিন হইয়া গিয়াছে। বর্তমানে ৬টি গ্রামে ৯টি ওয়ার্ড নিয়ে ইউনিয়নটি প্রতিষ্ঠিত। ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা মোটামোটি সন্তোষজনক। বর্তমানে ইউনিয়নে ব্যবহার উপযোগী ২৭টি পাঁকা ব্রীজ, ৩১টি বক্স কালভাট ও ১টি স্টীল ব্রীজ বিদ্যামান। যাতায়াত ব্যবস্থার জন্য প্রায় ১২কি.মি পাঁকা রাস্তা ও ২০কি.মি কাঁচা রাস্তা বিদ্যামান।